রবিবার - ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে জিলকদ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

কুমিল্লা মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

 

 

কুমিল্লা সদর দক্ষিণের জোর কাননের ইউ-টার্নে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক সোয়া দশটায় কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার জোর কানন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ ইকবাল বাহার।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, রাত সোয়া দশটার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লেনে কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জোর কানন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। রাত সাড়ে ১১ টায় ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, নিহত মোটরসাইকেল আরোহীদের একজনের পকেটে রক্ষিত আইডি কার্ড থেকে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হলো শাকিল হোসেন (২২),পিতা মোঃ সালাম, সরাই জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
সদর দক্ষিণ মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে জোর কানন ইউটার্নে পেছন থেকে অজ্ঞাতনামা একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn