মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে

কুমিল্লা কারাগারে মাদক সরবরাহ করতে গিয়ে নিজেই কারাগারে

 

কুমিল্লা কারাগারে ১৩ গ্রাম গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই ব্যক্তি কুমিল্লা নগরীর কাপ্তানবাজার পাক্কার মাথা এলাকার আবদুর রবের ছেলে কামাল হোসেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, আসামি কামাল হোসেন এক দর্শনার্থীর সঙ্গে দেখা করতে আসেন। এ সময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদ ও তার দেহ তল্লাশি করলে গাঁজা পাওয়া যায়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়েছে। এ ছাড়াও আর্থিক জরিমানা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn