বৃহস্পতিবার - ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

কালিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, এক নারীর ওপর হত্যাচেষ্টার অভিযোগ!

কালিগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, এক নারীর ওপর হত্যাচেষ্টার অভিযোগ!

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাগবাটি গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারীকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী মহাদেব দাস (৩০) এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, গত ২৬ মে বিকাল সাড়ে ৪টার দিকে তার ছোট ভাই বসুদেব দাস (২৫) নিজ বসতভিটায় ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী গৌরপদ দাস (৬০), তার ছেলে লক্ষ্মীপদ দাস (৩৬) ও পুত্রবধূ ঝর্ণা দাস (২৮) নির্মাণ কাজে বাধা দেন। তারা গালিগালাজ করে এবং সদ্য নির্মিত ঘর ভেঙে ফেলেন।

ঘটনার প্রতিবাদ জানালে হামলাকারীরা মহাদেবের স্ত্রী মাধবী লতা (২৪), বোন সাথি আছারি (২৮), পিতা নিরাপদ দাস (৬৮) ও ছোট ভাইয়ের স্ত্রী লক্ষ্মী দাসীকে (২২) মারধর করেন। অভিযোগে উল্লেখ করা হয়, লক্ষ্মীপদ দাস লোহার হামানদিস্তা দিয়ে মাধবী লতার মাথায় আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে গৌরপদ ও ঝর্ণা দাস তার বুকের ওপর উঠে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাধবী লতা এখনও হাসপাতালে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn