কাপাসগোলা ইপিআই জোনের উদ্যোগে সান্ধ্যকালীন সেশন অনুষ্ঠিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশনায় কাপাসগোলা ইপিআই জোনের উদ্যোগে ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সহযোগিতায় বাদ পড়া ও ঝরে পড়া শিশু ও মহিলাদের জন্য বিনামূল্যে টিকাদান কার্যক্রম কাপাসগোলা ইপিআই জোন স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্মজীবী মহিলাদের (১৫-৪৯ বৎসরের জন্য), ০-২ বৎসরের নিচে বাদ পড়া ও ঝরে পড়া শিশুদের জন্য ২৭ ও ২৮ এপ্রিল ভালিকা উলেন মিলের মোড়, মাইজপাড়া, হিলভিউ, বার্মা কলোনী, শেরশাহ, জালালাবাদ টাওয়ারের গোড়া, ষোলশহর স্টেশন, রেলওয়ে বস্তি, মুক্তিযোদ্ধা কলোনী, খুলশী কলোনী স্বাস্থ্য কর্মকর্তা ডা. তপন কুমার চক্রবর্তী ও ইপিআই টেকনিশিয়ান মৃণাল দাশের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মোহাম্মদ শাহজাহান, জয়ন্তী দাশ, ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন, সার্ভিস প্রমোটর ডা. বরুণ কুমার আচার্য, ফিল্ড অফিসার রূপনা রানী আচার্য়, প্যারামেটিক ফারজানা আকতার। দুইদিনব্যাপী এই সান্ধ্যকালীন পরিচালনা করা হয়।