
কলকাতার মিনাখাঁয় ভয়াবহ দুর্ঘটনায় ২ জন নিহত
ভয়ংকর বাস দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানা এলাকায়। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ পথচারীর। মঙ্গলবার (২৯ এপ্রিল ) সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের মিনাখাঁ নেপাল মোড়ের কাছে। স্থানীয়দের দাবি, এদিন সরবেড়িয়া থেকে ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নেপাল মোড়ের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা পরপর কয়েকটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ১ পথচারীর। পরবর্তীতে আরও ১ জনের মৃত্যু হয় হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছে মিনাখাঁ থানার পুলিশ দেহটি উদ্ধারের পাশাপাশি ঘাতক বাসটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।
Post Views: ১৬