
এবার পাকিস্তানি বিমানের জন্য বন্ধ ভারতের আকাশসীমা
পাকিস্তানি বিমানের জন্য বন্ধ করা হল ভারতের আকাশসীমা। কাশ্মীরের পহেলগাঁও হামলার আবহে গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান। ৬ দিন পরে সেই একই পদক্ষেপ করল ভারত ও। জানা গেছে, আপাতত ২৪ মে পর্যন্ত পাকবিমানের জন্য বন্ধ থাকবে ভারতের আকাশসীমা। যাত্রীবাহী বা সামরিক কোনও পাক বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। ৩০ এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আগামী ২৪ মে পর্যন্ত বলবৎ থাকবে এই নির্দেশিকা।
Post Views: ২৮