
একযোগে ৮৪ আইনজীবীকে জেলে প্রেরণ!
হাইকোর্ট বিভাগ জামিন মঞ্জুর করলেও ৮৪ আইনজীবীকে জামিন দেননি ঢাকা মহানগর দায়রা জজ আদালত!
আত্মসমর্পন করে জামিন আবেদনকারি ৯৩ জনের মধ্যে ৮ জনকে জামিন দেয়া হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বেশিরভাগই আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন!
দেশের ইতিহাসে মনে হয় এই প্রথম একযোগে এতো আইনজীবীকে এক সাথে কারাগারে পাঠানো হলো!
নজির বিহীন দৃষ্টান্ত হয়ে রইবে এই ঘটনা।
Post Views: ৪৬