সোমবার - ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

একগুচ্ছ গোলাপের বিদায় অনুষ্ঠান

একগুচ্ছ গোলাপের বিদায় অনুষ্ঠান
আনোয়ারুল কবির বাবলু

সাদা কাফনে মুড়ানো কফিনে শুইয়ে আছে প্রিয়জন,প্রিয় পাত্র,প্রিয় মুখ।
আত্বিয় পরিজন বন্ধু শুভাকাঙ্ক্ষী কতজন আসে, আবেগে ভালোবাসায় দু’ফোটা অশ্রু ঝরে।
কম্মিন কালের জন্য হলেও নিজেকে শুধরে নেবার অনুভূতি জাগে।
প্রশ্ন থেকে যায় আমরা কি পেরেছি নিজেকে শুধরে নিতে?

কবিতার ছন্দে,শব্দের মারপ্যাচে, বলিষ্ঠ বাক্যবানে অবলীলায় বলে যেতেন প্রেমের কথা,হৃদয়ের কথা।
বড় অভিমানি ছিলেন, ছিলেন আদর্শ প্রেমিকের এক উজ্জ্বল নক্ষত্র।
লালন করতেন প্রেম ভালোবাসা, উপভোগ করতেন একাকিত্ব।
সৃষ্টি করেছেন প্রেম বিরহের মেলবন্ধন।

জন্মিলে মরিতে হবে, এই সত্য জানে সর্বজন
মৃত্যুর পরে জীবন পাবে, সে জীবন অনন্ত অসীম
কেমন জীবন তুমি করেছ গঠন, বাঁচবে কি মৃত্যুর পর?
নাকি দু ফোঁটা অশ্রুজলে, অথবা একগুচ্ছ গোলাপের বিদায় অনুষ্ঠান।
সব মানুষ জীবিত থাকে তার হায়াত পর্যন্ত
কিছু মানুষ বেঁচে থাকে তার কর্মের জন্য হাজার বছর।

( উৎস্বর্গঃ প্রয়াত কবি হেলাল হাফিজ কে)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn