
উত্তর বন্দর নিবাসী বিনোদন প্রেমি আবুর মৃত্যুতে এলাকায় খেলোয়াড়দের শোকের ছায়া
আজ ১৭ মে ২০২৫ রবিবার উত্তর বন্দর নিবাসী জনাব আবু সৈয়দ আবু(৫০) অকাল মৃত্যুতে উত্তর বন্দর সকল বিনোদন ও ক্রিড়া প্রেমি খেলোয়ারদের মুখে শোকের ছায়া।
আবু ছিলেন এক বিনোদন প্রেমি। তিনি তার ব্যাক্তিগত জীবনের সকল ব্যস্ত সময়ের মাঝে যখনি খবর পাই । উত্তর বন্দর এলাকার ক্রিকেট ও ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। তিনি তার সকল কাজ ছেড়ে দিয়ে। সবার আগেই সেই খেলাতে অংশ গ্রহন করতেন। কিন্তু তার নিজে এলাকার খেলায় অংশ গ্রহনে জন্য খেলোয়াড়দের সাথে যেখানে হোক নিজ খরচে খেলার মাঠে পৌছাতেন। তার এলাকার সকল খেলোয়াড়দের প্রাণের মাঝে বিনোদনের জায়গা করে নিয়েছেন তিনি। উত্তর বেলাল একাডেমির কোর্চ বেলাল,খেলোয়াড় আশরাফুল ইসলাম রনি, জালাল উদ্দীন (পুঁতি),আলাউদ্দীন,
তাহার বিষয়ে বলেন। আমাদের বন্দরে খেলা ধুলায় অংশ গ্রহন থেকে শুরু করে।
পূর্বের এলাকার বড় ভাইদের সকল খেলায় তিনি সব সময় থাকতেন।
আজ ১৭ ই মে ২০২৫ রোজ রবিবার উত্তর বন্দর নিবাসী মরহুম জনাব আবু সৈয়দ আবু(৫০) নিজ গৃহে সকলা ৯ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম আবু অকাল মৃত্যুতে উত্তর বন্দর সকল ক্রিড়া বিনোদন প্রেমিকে ও খেলোয়ারদের মুখে শোকের ছায়ায়। মরহুম আবু ছিলেন এক জন বিনোদন প্রেমি। মিশুক মনের মানুষ ও সকল ঝাড় তুফানে নিজের টুনামেন্টের দেখা থাকতো । তিনি সবার কাছে সুপরিচিত মুখ তাকে দেখলে সকলে বলতেন কোর্চ আবু, কেউ কেউ বিনোদন প্রেমি আবু বলতেন।
আমাদের কাছে মনে হত তিনি এক জন কোর্চ। খেলোয়াড়দের পরিবারের সদস্যের, তিনি কোর্চের মত।
যেখানে উত্তর বন্দর কৃতি সন্তানদের ফুটবল টুনামেন্ট, ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হত তার দেখা মিলত। এটা নেশা বললে চলে। সকল খেলোয়াড়দের ভালো লাগে তার এ ভালোবাসা। তিনি ছিলেন এলাকার সহজ সরল মানুষ। কোন হিংসা বিদ্ধ দোষ ছাড়া সকল খেলোয়াড়দের সাথে কোর্চের মত আগে থাকতেন। তিনি ব্যাক্তিক জীবনে কখন হাসপাতালে ভর্তি ছিলেন না। কিন্তু মৃত্যু শেষ সময় একদিন ভর্তি থেকে পরের দিন পালিয়ে আসেন হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে।উত্তর বন্দর চার আউলিয়ার ফুটবল একদশ,সেভেন স্টার, উত্তর বন্দর বেলাল একাডেমি ফুটবল এসোসিয়েশন, উত্তর বন্দর জুনিয়র ফুটবল একাদশ সহ এলাকাবাসী মাঝে শোকের ছায়ায়। মরহুম আবুর আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের মাঝে শোক কাঠিয়ে তুলার জন্য মহান আল্লাহ ধৈর্য্য ধারন করার তাওফিক দান করুন। সকল খেলোয়াড়দের পক্ষে সমবেদনা জানায়।