
আসামে বন্য মহিষের আক্রমণে ১ যুবক নিহত
ভারতের আসামে বন্য মহিষের আক্রমণে ১ যুবকের প্রাণহানীর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, আসামের দক্ষিণ জামুগুড়ি হাটের করোনা কেন্দ্রের পাশে একটি বন্য মহিষের আক্রমণে এক যুবক প্রাণ হারিয়েছেন। অকাল মৃত্যু হওয়া যুবকের নাম দিলদার হোসেন (৩০)। বোগারাটি গ্রামের বাসিন্দা তিনি। যুবকটি মঙ্গলবার (২৯ এপ্রিল ) সকালে তাঁর গরুগুলোকে মাঠে চরাতে নিয়ে যাওয়ার পথে একটি বিশাল বন্য মহিষ তাঁর দিকে আক্রমণ করে। দিলদার হোসেন ভয়ে পালানোর চেষ্টা করলে বন্য মহিষের আক্রমণের শিকার হন। জামুগুড়ি থানা পুলিশ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছেন। উল্লেখ্য, এই অঞ্চলে পূর্বে ও অনেক মানুষ বন্য মহিষের আক্রমণে শিকার হয়েছেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ষষ্ঠ সংযোজন থেকে বেরিয়ে এসে মানুষকে আক্রমণ করেছে বন্য মহিষ।