আগামীকাল শুক্রবার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান
আগামীকাল ১০ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের চট্টেশ্বরী রোড দামপাড়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের দায়ক দায়িকা ও উপাসক উপাসিকাদের আয়োজনে চট্টগ্রামস্থ ইঞ্জিনিয়ার্স ইন্স্টিটউশনে দানোত্তম শুভ কঠিন চীবর দান ২০২৩ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
সারাদিন ব্যাপি এই অনুষ্ঠান মালায় সকাল ৯.১৫ মিনিটে ভিক্ষু সংঘের পিন্ডাচরন এবং পরপারগত ভিক্ষু সংঘ ও জাতীগনের নির্বান কামনায় সংঘদান ও অষ্টপরিস্কার দান। এতে সভাপতিত্ব করবেন বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কেমিন্ডা মহাস্থবীর।
দুপুর ১.৪৫ মিনিটে শুরু হবে শুভ কঠিন চীবর দান ও মহতি ধর্মসভা | বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও মায়ানী সুদর্শন বিহারের অধ্যক্ষ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে এই পূন্যময় অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ আশুলিয়া বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিদর্শনাচার্য আসিন জিনরক্ষিত মহাথের।
এই পুন্যময় অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থেকে সকল প্রকার কুশল কর্মের অধিকারী হয়ে প্রজ্ঞা পারমিতা পুরন করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়েছেন উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী অসিম বড়ুয়া, অর্থ-সম্পাদক প্রলেপ বড়ুয়া ও সাধারন সম্পাদক বাবুল বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।