বুধবার - ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

আগামীকাল বুধবার আবুরখীল শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসভা

আগামীকাল বুধবার আবুরখীল শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসভা

 

রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে আগামীকাল বুধবার ৩০ এপ্রিল ২০২৫ গুরু পুজা,গুনীজন সম্মাননা, কালগত জ্ঞাতীগণের উদ্যেশে সংঘদান ও কৃতজ্ঞতা নিবেদন, ধর্মসভা জ্ঞাতীসম্মেলন অনুষ্ঠিত হবে ।

সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদূত সোবিতানন্দ মহথের। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের ।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।

রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং রাউজান মধ্যমনি জেতবন ভাবনা কমপ্লেক্সের নবরূপকার সধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি মনোনীত হওয়ায়, মহামুনি মহাবিহারের নবরুপকার রাজগুরু অভয়ানন্দ মহাথের দ্বিতীয় বারের মতো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহসভাপতি মনোনীত এবং থাইল্যান্ড হতে মহাকরুনা উপাধি ভুষিত হওয়ায় একই সাথে উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্নানন্দ থের মহোদয় মহাথের অভিধায় অভিষিক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হবে ।
অনুষ্ঠানের আয়োজক পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ,পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার কমিটি এবং প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের প্রতি যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn