মঙ্গলবার - ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

অর্থের অভাবে কেউ যেন বিচারের দুয়ার থেকে ফিরে না যায়: নজরুল ইসলাম

অর্থের অভাবে কেউ যেন বিচারের দুয়ার থেকে ফিরে না যায়: নজরুল ইসলাম

 

সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলা ম বলেছেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে কেউ যেন অর্থের অভাবে বিচারের দুয়ার থেকে ফিরে না যায, কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, আইনগত সহয়তা কেবল দান নয়, এটি মানুষের মর্যাদা রক্ষার একটি বাধ্যবাধকতা। আমাদের মনে রাখতে হবে, ন্যায় বিচার শুধু উচ্চারিত হওয়ার জন্য নয়, তা অবশ্যই প্রত্যেক দরিদ্র মানুষের জীবনেও প্রবাহিত হতে হবে।

জেলা ও দায়রা জজ বলেন, আসুন আমরা নতুন করে অঙ্গীকার করি-আইনের আলো প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন বলতে পারে এদেশ আমারও, এ আদালত আমারও। সরকারি আইন সহায়তা সম্পর্কে তিনি বলেন, আইন সহায়তা কেবল একটি সরকারি সেবা নয়, এটি আশ্রয়হীন মানুষের চোখের জল মুছে দেওয়ার এক প্রতিশ্রুতি। তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজন আরও সচেতনতা, আরও মানবিকতা।

তিনি আশা প্রকাশ করে বলেন, বিচারক, আইনজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের আকুন্ঠ সমর্থন পেলে সরকারি আইনি সেবা আরও কার্যকর, গতিশীল ও শক্তিশালী করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, দ্রুত ও অন্তর্ভুক্তিমূলক বিচারকার্য হোক আমাদের প্রত্যাশা।

তিনি সোমবার সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক আয়োজিত জাতীয় আইন সহায়তা দিবস ২০২৫উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাইনুদ্দিন, সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সাধারণ সম্পাদক এড. এমদাদুল ইসলাম, জিপি এড. অসীম কুমার মন্ডল ও পিপি এড. শেখ আব্দুস সাত্তার। এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিচার বিভাগের সকল স্তরের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং জেলার বিভিন্ন প্রান্ত হতে আগত বিচারপ্রার্থীগণ।

“দ্বন্দ্বে কোন আনন্দ নেই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইন সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে এর আগে সকাল সাড়ে ৮ টায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দের হাত থেকে সেরা প্যানেল আইনজীবীর পুরস্কার গ্রহণ করেন, এড. মুহা. মুনিরউদ্দীন ও এড. সালমা আক্তার বানু। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন, এড. মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও অতিথিবৃন্দের নিকট থেকে কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সময়ে লিগ্যাল এইড কার্যক্রমে অবদান রাখায় বেশ কয়েক জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn