বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

৯ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ২২ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে এই বিষয় জানানো হয়।
এর আগে ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুই বছর করে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অণুজীব বিজ্ঞান বিভাগের মোছা. ফৌজিয়া তাবাসসুম, একই বিভাগের মো. সৈকত হাসান, বৃষ্টি রাণী পাল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অমিয় দাস।
এক বছর করে বহিষ্কৃতরা হলেন ইংরেজি বিভাগের এস এম নাঈম হোসেন ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সুমন কুমার মণ্ডল।

এছাড়া অসদুপায়কৃত কোর্সটি বাতিল হয়েছে ইংরেজি বিভাগের সাদিয়া তাসনিম, ইংরেজি বিভাগের হাসান মাহমুদ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. রাবেয়া সুলতানা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn