বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

৯৯৯ নম্বরে ফোন পেয়ে পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞান শ্রমিককে জীবিত উদ্ধার

সীতাকুণ্ডের শুকলালহাটে চল্লিশ ফুট গভীর একটি পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে নামেন শরীফ উদ্দীন নামে পঁচিশ বছর বয়সী এক শ্রমিক।

কিছুদূর নামার পর অজ্ঞান হয়ে তিনি ট্যাঙ্কের ভিতরে পড়ে যান। এ অবস্থায় শরীফের বন্ধু রোমান ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে ঘটনাটি জানান এবং দ্রুত উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানান।

গত ৫ জুলাই ৯৯৯ কলটেকার কনষ্টেবল অনিক সেন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল অনিক তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মোঃ হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস ষ্টেশন এবং কলারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কূপের ভেতর থেকে অজ্ঞান শরীফউদ্দীন কে জীবিত উদ্ধার করেন
পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn