মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

৬টি দোকান পুড়ে ছাই

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাটে শনিবার ভোররাতে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক লাইন থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা।
আগুন লাগার পর সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন- মুদি দোকানের মালিক নুরুল ইসলাম মন্টু, চায়ের দোকানের মালিক শামসুল ইসলাম মেম্বার, চায়ের দোকানদার মোস্তাক মিয়া, ডা. ওমর আলীর চেম্বার, সিরাজ হাজীর দোকান ও নজরুলের মুরগির দোকান।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ুন কান্নান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn