
৫দিন ধরে জঙ্গি দমন অভিযান, কাশ্মীরে শহিদ ৪ পুলিশকর্মী, নিহত ২ জঙ্গি
জঙ্গি দমন অভিযানে গিয়ে শহিদ হলেন ৪ জন পুলিশকর্মী। ৫ দিন ধরে কাশ্মীরের কাঠুয়া জেলায় সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) সেখানে ২ জঙ্গি নিহত হয়। কিন্তু সেই লড়াইয়ে শহিদ হলেন ৪ জন পুলিশকর্মী। আহত আরও ৫ পুলিশকর্মী। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, রবিবার (২৩ মার্চ) থেকে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তাবাহিনী। পুলিশ এবং সেনার সঙ্গে এনএসজি, বিএসএফ ও সিআরপিএফের বাহিনী একজোট হয়ে তল্লাশি অভিযানে নামে। হেলিকপ্টার,ড্রোন, স্নিফার ডগ সমস্ত কিছু সঙ্গে নিয়ে তল্লাশি শুরু হয়। ৪দিন কেটে যাওয়ার পর বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে জাখোল গ্রামে সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। দিনভর লড়াই চলে ২ পক্ষে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলের দিকে ২ জঙ্গি নিহত হওয়ার খবর মেলে। প্রাথমিকভাবে অনুমান, গত শনিবার (২২ মার্চ) সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকেছিল ওই ২ জঙ্গি। সম্ভবত নতুন কোনও সুড়ঙ্গ ব্যবহার করেছিল তারা। তবে নিহত হওয়া ২ জঙ্গির পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছেন ৫ জন পুলিশকর্মী। তাঁদের অবস্থা আশংকাজনক। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও চলছে চিকিৎসা।