বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৪৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

৪৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

 

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আয়শা সিদ্দিকা (৩১)।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) বিকেল ০৫:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আয়শাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। এ সময় তার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ০৫:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর জনপদের মোড় সংলগ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে আয়শা নামের উক্ত নারীকে গ্রেফতার করা হয়। এ সময় আয়শার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আয়শা পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn