সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

৪০০ টাকার নতুন আলু ৬০ টাকা হলেও আগ্রহ নেই ক্রেতাদের

৪০০ টাকার নতুন আলু ৬০ টাকা হলেও আগ্রহ নেই ক্রেতাদের

 

এইতো কিছুদিন আগেও যে নতুন আলুর কেজি ছিল ৩০০-৪০০ টাকা, সেই আলুই এখন মাত্র ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। তবুও নতুন আলুতে আগ্রহ নেই ক্রেতাদের। পুরোনো আলুর কেজি ৭০ টাকা হলেও ক্রেতারা পুরোনো আলুই কিনছেন বেশি। সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরের পীরগাছার কাঁচা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।এ সময় কথা হয় কয়েকজন ক্রেতার সাথে। তারা বলছেন, বাজারে এখন যে নতুন আলুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অপরিপক্ক। সাইজে ছোট। রান্না করলে তেমন একটা ভালো লাগেনা। স্বাদ কম। একদিন খেলে আরেকদিন খেতে ইচ্ছে করেনা। তাই পুরোনো আলুই আমরা কিনছি। ক্রেতারা আরও বলেন, কয়েক বছর আগে এ সময়টায় ৫-১০ টাকা কেজিতে পুরোনো আলু পাওয়া যেত। এমনও হয়েছে পুরোনো আলু মানুষ গরুকে খাওয়াতো। অথচ কয়েক বছর ধরে এ সময়টায় আলুর দাম অত্যন্ত বেশি থাকছে। আলু এমন একটা সবজি যেটা ছাড়া চলেই না। তবে দাম অত্যন্ত বেশি হওয়ায় ক্রেতাদের কষ্ট হচ্ছে।
সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে নতুন আলুর দাম কম হলেও চাহিদা কম। পুরোনো আলুর চাহিদা বেশি। সে অনুযায়ী সরবরাহ কম থাকায় নতুনের চেয়ে পুরোনোর দাম কেজিতে ৫-১০ টাকা বেশি। তবুও মানুষ পুরোনো আলুই বেশি কিনছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn