শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

৪টি সন্তানের জন্ম দিলেই ১ লাখ ! সরকারি বোর্ডের প্রধান দিলেন ধর্মরক্ষার দোহাই

৪টি সন্তানের জন্ম দিলেই ১ লাখ ! সরকারি বোর্ডের প্রধান দিলেন ধর্মরক্ষার দোহাই

 

ভারতের মধ‍্যপ্রদেশের একটি সরকারি বোর্ডের প্রধান বিষ্ণু রাজোরিয়া সম্প্রতি ১লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন। কিন্তু এই পুরস্কার পাবেন কারা। তিনি জানিয়েছেন, যেসব দম্পতি ৪ সন্তানের জন্ম দেবেন তাঁদেরকেই এই পুরস্কার দেওয়া হবে। এর পেছনে কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তিনি নাকি সনাতন ধর্মকে রক্ষা করতেই এই উদ‍্যোগটি নিয়েছেন। উল্লেখ্য, রাজোরিয়া ” পরশুরাম কল‍্যান বোর্ড” নামক এক সরকারি বোর্ডের প্রসিডেন্ট পদে রয়েছেন। তিনি বলেন, ” “আমি সকল ব্রাক্ষণ দম্পতির কাছে আবেদন করেছি তাঁরা যেন সনাতন ধর্মকে বাঁচানোর জন‍্য এটা খুবই জরুরি। পরশুরাম ক‍ল‍্যান বোর্ড এর প্রধান হিসেবে আমি ব‍্যক্তিগতভাবে এই আবেদন জানাচ্ছি।” এরপরে তিনি ঘোষণা করেন। ” যে সকল ব্রাক্ষণ দম্পতি ৪ সন্তানের জন্ম দেবেন তাঁদের নগদ ১ লক্ষ টাকা দেওয়া হবে। যদিও পরে তিনি জানান যে, এই টাকাটি তিনি নিজের ব‍্যক্তিগত উদ‍্যোগে দিতে চান, সরকারি উদ‍্যোগে নয়। রাজোরিয়ার এই মন্তব্যের পরই কিন্তু তাঁকে বিধেঁছে কংগ্রেস। তবে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বিষ্ণুর মন্তব্যটি একান্তই তার ব‍্যক্তিগত। এই ব‍্যাপারে দলের কোনও ভূমিকা নেই। কে কয়টি সন্তানের জন্ম দেবে এটি তাঁদের ব‍্যক্তিগত ব‍্যাপার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn