সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

২৫ হাজার টাকা মজুরি দাবি

২৫ হাজার টাকা মজুরির দাবিতে বাংলাদশে গার্মেন্ট শ্রমিক সংহতি চট্টগ্রাম জেলার কর্মী সভা ও বিক্ষোভ মিছিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সভায় সমন্বয়কারী মিজানুর রহীম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব মো. সোহাগের সঞ্চালনায় আলোচনা করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমী, গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদ শিমুল, কালুরঘাট শিল্পাঞ্চল শাখার আবহায়ক মো. সাইফুল ইসলাম, শামীম মিয়া, রহিমা আক্তার, মো. সাত্তার, রয়েল মারমা প্রমুখ।
আলোচনায় নেতৃবৃন্দ বলেন, দেশের অধিকাংশ গার্মেন্ট সংগঠনের পক্ষে শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করার দাবি তোলা হলেও সেটি মানা হচ্ছে না। দ্রব্য মূলের দামের মধ্যে চাল ১৫%, ডাল ১০০%, আটা ১০৩%, ভোজ্য তেল (বোতল লুজ) ১২৬%, লবণ ৬৮%, ডিম ৬৭% এবং চিনি ১৮০% বৃদ্ধি পেয়েছে। এই বৈষম্যমূলক মজুরি পরিবর্তন করে শ্রমিকের মজুরি অবিলম্বে ২৫ হাজার টাকা করার দাবি জানান নেতৃবৃন্দ। সভার শেষে একটি বিক্ষোভ মিছিল দোস্তবিল্ডিং থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এসে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn