মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

২৩ ও ২৪ থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে দুদিনব্যাপী নৃত্যাচার্য বুলবুল নৃত্যউৎসব ও স্মারক সম্মাননা প্রদান

নৃত্যশিল্পচর্চা জগতের নবধারার প্রবর্তক উপমহাদেশ-খ্যাত নৃত্যাচার্য ক্ষণজন্মা বুলবুল চৌধুরী স্মরণে আগামী ২৩ ও ২৪ মে চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সমন্বয় পরিষদের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুদিনব্যাপী বাঙালি ও পাহাড়ি নৃগোষ্ঠী নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘বুলবুল নৃত্যউৎসব’ অনুষ্ঠিত হবে। এই উৎসবে ১৫টি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানকে নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা প্রদান করা হবে।
২৩ মে মঙ্গলবার উৎসবের প্রথম দিন বিকাল চারটায় টিআইসিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক থাকবেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা মিনু হক। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক। সভাপতিত্ব করবেন সচিক প্যানেল মেয়র মো. আবদুস সবুর লিটন।
২৪ মে বুধবার উৎসবের দ্বিতীয় দিন বিকাল চারটায় প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ-চট্টগ্রাম-এর চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন সচিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সম্মানিত অতিথি থাকবেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, বিটিভি-চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজু, বিশিষ্ট গীতিকার নজরুল করিম চৌধুরী, চারুশিল্পী দীপক কুমার দত্ত। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড-এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn