সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

২২ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কামাখ্যাগুড়ির সানভি দাসের নাম

২২ মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কামাখ্যাগুড়ির সানভি দাসের নাম

 

অগণিত বয়সের মধ্যেই নিজস্ব প্রতিভার স্বাক্ষর রাখল কামাখ্যাগুড়ির সানভি দাস। মাত্র ২২ মাস বয়সেই নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ। সানভি তার অসাধারণ স্মরণশক্তি ও শেখার ক্ষমতার জন্য ‘আইবিআর অ্যাচিভার’ (IBR Achiever) উপাধিতে ভূষিত হয়েছে।
সানভি ১ বছর ১০ মাস বয়সে ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষর যুক্ত শব্দসহ চিনে নিতে পারে। সে শরীরের ১৪টি অংশ, ৮টি প্রাণী, ৫টি আকৃতি, ৮টি ফল, ৬টি পাখি ও ১৭টি বিবিধ জিনিস চিহ্নিত করতে সক্ষম। এছাড়া, সে ৮টি জ্যামিতিক আকার সাজিয়ে গুছিয়ে স্ট্যাক করতেও পারে, যা একটি ব্যতিক্রমী দক্ষতার পরিচয়।
সানভির পিতা, বলাই দাস, একজন কলেজের লেকচারার। তিনি বলেন, “আমি একজন গর্বিত পিতা। মেয়ের ছোটবেলা থেকেই শেখার প্রবল আগ্রহ ছিল। ওর কৌতূহল দেখে আমি বই এনে দিই, তবে আমার ব্যস্ততার জন্য ওর মায়ের ভূমিকা সবচেয়ে বড়।”
সানভির মা, সুরভী দেবনাথ, বলেন, “ছোট থেকেই ও সবকিছু জানতে চাইত। কিছু দেখলেই জিজ্ঞেস করত – এটা কী? আমি বুঝতে পারি ওর মধ্যে জানার তীব্র ইচ্ছে রয়েছে। সংসারের কাজ সামলে আমি ওকে নিয়মিত শেখাতাম। আমি চাই, সানভি আরও বড় কিছু করুক, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুক।”
পরিশেষে, সানভির এই সাফল্য শুধু তার পরিবার নয়, গোটা কামাখ্যাগুড়ির জন্যই এক গর্বের বিষয়। এই কচি বয়সে এমন অসাধারণ অর্জন ভবিষ্যতে তাকে আরো উচ্চতায় পৌঁছে দেবে – এই আশাই সকলের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn