বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

২১ বছর পলাতক, অবশেষে আসামি গ্রেফতার

২১ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

 

ফটিকছড়ির লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে ২১ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার।

জসিম উদ্দিন (৪৯), একই থানার দৌলতপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, লোকমান হত্যা মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে ভুজপুর থানার কাজীরহাট বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn