শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

২১ বছর পর আসামি আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় আলোচিত মাহমুদুল হক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. নুরুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। ২৭ আগস্ট নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল আলম লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে।
গতকাল ২৮ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার নিশ্চিত বিষয়টি করেছেন।
২০০১ সালের ৩ নভেম্বর লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকায় মাহমুদুল হককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ৫ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হকের মৃত্যু হয়।
ঘটনায় মাহমুদুল হকের ভাই আলী আহমেদ বাদী হয়ে ১১ নভেম্বর ১৩ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০২ সালের ২৮ জানুয়ারি এজাহারভুক্ত ১৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
২২ আগস্ট এ মামলার রায় দেন আদালত। রায়ে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড এবং নুরুল আলমসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালক। রায় ঘোষণার সময় নুরুল আলম পলাতক ছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আলম জানিয়েছেন, মামলার পর গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn