রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

২০২৭ সালের মধ‍্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবেঃ অমিত শাহ

২০২৭ সালের মধ‍্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবেঃ অমিত শাহ

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৭ সালের মধ‍্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (৭ মার্চ) সিআইএসএফ এর ৫৬ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব‍্য রাখার সময় অমিত শাহ বলেছেন, ” সিআইএসএফ দেশের উন্নয়নের একটি অংশ এবং দেশ জুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সিআইএসএফ সুরক্ষা প্র‍দান করে আসছে।” মহিলা সিআইএসএফ ব‍্যাটলিয়নকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে চ‍্যালেঞ্জ মোকাবিলায় অত‍্যাধুনি সুযোগ সুবিধা চালু করার ক্ষেত্রে সরকারের সাফল্য বর্ণনা করেছেন। তিনি বলেন, তামিলনাড়ু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সিআইএসএফ কর্মীদে স্বাস্থ্যের যত্ন সরকার নেয়। অমিত শাহ আরও বলেছেন, ” তরুনরা এখন তামিলনাড়ু অষ্টম তফসিলের সমস্ত ভাষায় তাঁদের সিএপিএফ পরীক্ষা দিতে পারবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn