শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

১৫ আগস্ট বাঙালির অমোচনীয় কলঙ্কের দিন: ড. অনুপম সেন

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ১৫ আগস্ট বাঙালির জন্য অমোচনীয় কলঙ্কের একটি দিন। ছয় দফায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির যে সনদ রচনা করেছিলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে তিনিই তা বাস্তবে রূপ দিয়েছেন। হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র বাঙালির মুক্তিত্রাতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ২৪ আগস্ট দুপুরে চট্টগ্রামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সিইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল।
সিইউজে’র যুগ্ম-সম্পাদক ও শোক সভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিইউজে’র মুখপত্র ‘বার্তাজীবী’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn