মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১২০ বোতল ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

 

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ সকাল ০৯:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর ইউনিয়নের অর্ন্তগত বরেন্দ্র আলীম মাদ্রাসার পূর্ব পার্শ্বে খেলার মাঠের ভিতর অভিযান পরিচালনা করে ১২০ বোতল ফেন্সিডিল সহ ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ মঞ্জুর রহমান, মাতা-মোসাঃ মাবিয়া বেগম, সাং-গোপালপুর, ২। মোঃ তরিকুল ইসলাম (৩২), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-ঝুমেরা বেগম, সাং-শ্যামপুর, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনাববগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় উপরোক্ত আসামীদ্বয়কে ১২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn