১১১ কেজি লংকা পুড়িয়ে বাংলাদেশি হিন্দুদের জন্য যজ্ঞ গঙ্গাসাগরে
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশের হিন্দুদের শান্তি কামনায় ১১১ কিলোগ্রাম শুকনো লংকা পুড়িয়ে যজ্ঞ করা হল গঙ্গাসাগরে। শুধু তাই নয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন সাধুরা। শ্রীখোল বাজিয়ে নাম গান কীর্তন করা হয়। সূর্য প্রণাম করে বাংলাদেশের হিন্দুদের জন্য শান্তি কামনা করে গঙ্গাসাগরের পুরোহিত ও সাধুরা। তাঁদের বক্তব্য, বাংলাদেশের হিন্দুদের অবস্থা ভালো নয়। তাঁরা ভালো নেই। যা কোনওভাবেই মেনে নিতে পারছেনা তাঁরা। তাই বাংলাদেশের হিন্দুদের শান্তি কামনা করে বিশেষ আয়োজন করা হয়। বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের যাতে সুমতি হয়, সেই প্রার্থনা করেন সাধু এবং পুরোহিতরা।
Post Views: ৫৮