রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

১লা বৈশাখ ,শুভ নববর্ষে পুজো দিতে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের জনজোয়ার

১লা বৈশাখ ,শুভ নববর্ষে পুজো দিতে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের জনজোয়ার

 

১৫ ই এপ্রিল মঙ্গলবার, বাংলার ১লা বৈশাখ শুভ নববর্ষ, বাঙ্গালীদের নতুন বৎসর শুরু হলো, বাঙ্গালীদের একটি বড় উৎসব, তাই ভোর থেকে ভীড় জমিয়েছে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বরে, মন্দিরে পুজো দেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে ডালি হাতে অসংখ্য ভক্তরা,

একদিকে যেমন পুজো দেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনে এগিয়ে চলেছেন মন্দিরের দিকে, তেমনি ভীড় জমিয়েছে কালীঘাট স্কাইওয়ার্ক এ, যেটি ১২৫ কোটি টাকা ব্যয় নির্মাণ হয়, ৪৩৫ মিটার লম্বা এই স্কাইওয়ার্ক, যার শুভ সূচনা করেছেন আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উপস্থিত ছিলেন , মহানাগরীক ও মন্ত্রী ফিরাদ হাকিম, পশ্চিমবঙ্গ পুলিশের রাজীব কুমার, মুখ্য সচিব ডক্টর মনোজ পঞ্চ, শ্রী মনোজ কুমার ভার্মা ,ধবল জৈন সহ অন্যান্যরা,

এই স্কাইওয়ার্ক দেখার জন্য ভিড় জমিয়েছে উপরে, সবাই একবার করে স্কাইওয়ার্কের উপর দিয়ে কালীঘাট মায়ের মন্দিরে প্রবেশ করছেন, কেউ কেউ স্কাইওয়ার্কের উপরে সেলফি তুলতেও ছাড়ছেন না,

অন্যদিকে প্রখর রোদ্দুরে, প্রশাসনের নির্দেশ মতো, পুজোর ডালি নিয়ে মন্দিরে বাইরে যেমন লাইনে দাঁড়িয়ে, তেমনি কেউ কেউ মন্দিরের পাশে ব্রাহ্মণ দিয়ে নতুন হালখাতার পুজো সারছেন, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে, আজ দোকানে দোকানে নতুন হালখাতা, ক্রেতাদের মিষ্টিমুখ, এবং পুরানো দেনা পাওনার শেষ ।

অন্যদিকে নববর্ষ মানেই বাঙ্গালীদের, বাঙালিয়ানা খাবার, একটু নতুন স্বাদ, জিভে জল আনা খাবার, সব বাঙালির ঘরে ঘরে কম বেশি হয়ে থাকে, এমনকি একটু মুখের স্বাদ পাল্টাতে বাঙালিরা তাদের পরিবার নিয়ে হাজির হচ্ছেন নামিদামী হোটেলে, ছোট থেকে বড় নতুন পোশাকে সেজে উঠেছে, আজ নববর্ষের দিনে বিভিন্ন জায়গায় চলছে এস হে বৈশাখ এসো এসো। নাচে গানে কবিতায় ভরিয়ে তুলছে বিভিন্ন মঞ্চ। ভীড় জমিয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানেও।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn