বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হ্নীলা একাডেমীর ইফতার ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন

হ্নীলা একাডেমীর ইফতার ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন

 

টেকনাফ হ্নীলা একাডেমীর ইফতার মাহফিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ (বুধবার) বাদে আছর হ্নীলা শাহ মজিদিয়া আলিম মাদ্রাসার মাঠে হ্নীলা একাডেমীর ইফতার ও ‘নির্যাতিত মুসলিম উম্মাহ’র জন্য দোয়া ও রমযানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হ্নীলা একাডেমীর প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ দল্লা।

প্রধান আলোচক ছিলেন চকরিয়া বদরখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আহমদ তারেক। বিশেষ আলোচনা পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস সোবহান।

বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান কানন। এছাড়া বক্তব্য রাখেন হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা বিভাগের সভাপতি শফিউল আলম, শিক্ষক ফরিদুল আলম বিএসসি, জামাল সরওয়ার ও হ্নীলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মুরাদ হোসেন চৌধুরী ।

এছাড়া উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ, টেকনাফ উপজেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং এলাকার রোজাদারগণ উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ,জাতি ও ফিলিস্থিনের নিপীড়িত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পেশ করেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn