হ্নীলা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজন আটক
কক্সবাজার টেকনাফ মডেল থানা হ্নীলা পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ১টি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ড রাইফেলের গুলিসহ ১জন অস্ত্রধারীকে আটক করেছে।
ধৃত অস্ত্রধারী হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পূর্ব পানখালী গ্রামের নুরুল ইসলামের পুত্র আতাহারুল হক (১৯ বছর ৫মাস)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ১৮ ডিসেম্বর রাত একটার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ দরগাহপাড়া সাকিনে হ্নীলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করার সময় পূর্ব দিক হতে একটি টমটম গাড়ি আসতে দেখে থামানোর জন্য সিগন্যাল দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে টমটমে থাকা যাত্রী তার কোমর হতে একটি বস্তা রাস্তায় ফেলে দেয়।
এতে সন্দেহ হলে টমটম গাড়িতে থাকা যাত্রীকে টমটম গাড়ীর ড্রাইভার আলী আহমদের উপস্থিতিতে টমটম গাড়িসহ যাত্রীর দেহ তল্লাশী করে তার ডান হাতের মুঠোতে ১০ রাউন্ড রাইফেলের গুলি এবং তার দেখানো মতে রাস্তার পাশে ফেলে দেওয়া ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান কাঠের বাটযুক্ত বাটের অংশে লাল কসটেপ দ্বারা মোড়ানো ফায়ারিং পিন সচল লম্বায় আড়াআড়ি ভাবে ১১ ইঞ্চি উদ্ধার করা হয়।
বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে টেকনাফ মডেল থানাধীন সদর ইউপি ও পৌরসভা এলাকায় রাত্রিকালীন মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই (নিরস্ত্র) বিশ্বজিৎ পাল এবং তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, লোহার বাটের উপর প্লাস্টিকের কভার অংশে লাল কসটেপ দ্বারা মোড়ানো, ফায়ারিং পিন সচল, লম্বায় আড়াআড়ি ভাবে ১১ ইঞ্চি, ১০ রাউন্ড রাইফেলের গুলি, যার পারকিউশন ক্যাপে ৯.৯৬ লেখা আলামতগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামীকে নিজ হেফাজতে গ্রহণ করেন।
ধৃত অবৈধ অস্ত্র ও গুলি তাদের হেফাজত ও নিয়ন্ত্রনে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ/১৯ (এফ) ধারার অপরাধ করেছে মর্মে বাদী এজাহার দায়ের করলে বাদীর এজাহারের প্রেক্ষিতে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৪০/৭৩৬, তারিখ-১৮/১২/২০২৪ খ্রিস্টাব্দ, ধারা ১৯ এ/১৯(এফ) অস্ত্র আইনের ১৮৭৮ মতে মামলা রুজু করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।