রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

হোসেনপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হোসেনপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

 

কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বৃত্তিপ্রাপ্ত ২২ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর আগে আমন্ত্রিত অতিথি ও কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

উপজেলা শিক্ষা অফিসার মো.নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল,হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম, সহকারি কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, অফিসার ইনচার্জ হাসান সুমন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা তানভীর হাসান জিকো,আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম,সিদলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মডেল প্রেসক্লাবের সভাপতি তারেক নেওয়াজ প্রমূখ।

পরে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মেধাতালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn