রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হোলিতে হামলা অমৃতসরের স্বর্ণমন্দিরে, লোহার রড দিয়ে আক্রমণ দুস্কৃতীর, গুরুতর আহত ৫

হোলিতে হামলা অমৃতসরের স্বর্ণমন্দিরে, লোহার রড দিয়ে আক্রমণ দুস্কৃতীর, গুরুতর আহত ৫

 

 

হোলির দিন হামলাকারীর লোহার রডের আঘাতে রক্তে রঞ্জিত ভারতের পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ‍্যায় একব‍্যক্তি হাতে লোহার রড নিয়ে স্বর্ণমন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। রডের আঘাতে মন্দিরের স্বেচ্ছাসেবক সহ ৫ জন গুরুতর আহত হন। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। হোলির দিন এমন হামলার ঘটনায় পুলিশের তৎপরতায় ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আততায়ীকে। স্বর্ণমন্দির চত্বরে প্রবল আতঙ্ক। তবে নিরাপত্তা নিয়ে পুলিশ আশ্বস্ত করেছে। এই হামলার নেপথ‍্যে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। জানা যায়, এদিন সন্ধ‍্যায় স্বর্ণমন্দিরের গুরু রামদাস লঙ্গর খানার পাশে একটি কমিউনিটি কিচেনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেউ কেউ কাজে ব‍্যস্ত ছিলেন, কেউ আবার প্রসাদ গ্রহন করছিলেন। সেই ভিড়ে এ সেখানে ঢুকে হামলা চালায় একব‍্যক্তি। লোহার রড নিয়ে জনতার উপর মারমূখী হয়ে ওঠে। তাকে রুখতে যান কমিউনিটি কিচেনের ২ স্বেচ্ছাসেবক। তাঁদের এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। জনতার চিৎকার – চেঁচামেচি, হুড়োহুড়িতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে‍ উপস্থিত হয়ে হামলাকারীকে গ্রেফতার করে। আহত ৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন। পুলিশ অফিসার সারমেল সিং জানান, ধৃতের নাম জুলফান, হরিয়ানার বাসিন্দা। হামলার আগে সে আর তার একসঙ্গী এলাকায় রেকি করেছিল। তারপর ভিড় বাড়তেই লোহার রড নিয়ে হামলা চালায়। জুলফানকে জেরা করে মোটিভ খোঁজার চেষ্টায় তদন্তকারীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn