
কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে সাইফ উদ্দিন (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। আজ ২১ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে পৌরসভার ঝাউতলা হলিডে মোড়ে হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে দুই হাত বাঁধা রক্তাক্ত লাশটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নির্মম খুনের শিকার সাইফ উদ্দিন কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনারপাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন।
২০ আগস্ট বিকেলে সাইফ উদ্দিন সানমুন হোটেলে রুম নিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তিনি কীভাবে কখন হোটেলে হত্যার শিকার হলেন তা বিস্তারিত জানাতে পারেনি।
নিহত সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
কক্সবাজার সদর থানার ওসি জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের কক্ষে ওই নেতার লাশ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। সিআইডি ও অন্য বিভাগের ইন্টেলিজেন্সরাও রয়েছেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।