হিন্দু ধর্মগুরু প্রভুচিন্ময় গোস্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ইসকন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রভুচিন্ময় গোস্বামীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ সনাতন ধর্মাবলম্বীরা।
আজ মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গার হাট তালিম পুর তেলিহাটি এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বী শত-শত নারী পুরুষ টি টি স্কুল মাঠে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। বিক্ষোভ মিছিলটি ভাঙ্গার হাট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভাঙ্গার হাট বাজারের মাহেন্দ্র স্টান্ডে এসে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ঘটনাটিকে কেন্দ্র করে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ সহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু ইসকনের অন্যতম সদস্য চিন্ময় গোস্বামী কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এর নিকট জানতে চাওয়া হলে মুঠো ফোনে সাংবাদিককে বলেন , বিক্ষোভ মিছিলের খবর পেয়ে আমার থানার ফোর্স সহ ভাঙ্গার হাট স্থানে উপস্থিত হয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হলে, পিছন থেকে কিছু বিক্ষোভকারী আমাদের উপর হামলা চালায়। এতে আমি আহত হই এবং আমার সঙ্গে থাকা আরো দুই থেকে তিন জন
আহত হয়।
এ ঘটনায় ৩ জন বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।