রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

হালিশহরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

হালিশহরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

নগরের হালিশহর থানাধীন জি ব্লক এলাকায় ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক পুলিশের হাতে গ্রেফতার।

শুক্রবার (১ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় একটি ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতাকৃতরা হলো, কর্ণফুলী উপজেলার আকবর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২১), কিশোরগঞ্জের নিকলী এলাকার মতিউর রহমানের ছেলে রমজান (২০)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে হালিশহরের জি ব্লকের ফ্ল্যাট প্রকল্প গেইটের ভিতরে রাস্তা থেকে আসামিরা একটি ব্যাটারীচালিত অটোরিকশা নিয়ে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে। অভিযোগ পেয়ে অভিযানে নেমে ছিনতাইয়ে জড়িত ওই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

সেইসঙ্গে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn