
হায়দরাবাদে চারমিনারের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত বেড়ে ১৭
ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের চারমিনারের সামনে গুলজার হাউসে ভয়াবহ আগুন।অগ্নিকান্ডে এ পর্যন্ত শিশুসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। দমকলের ১১টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। স্থানীয় সূত্রে প্রকাশ, রবিবার (১৮ মে) ভোর ৬টায় চারমিনারের সামনে গুলজার হাউসে আগুন লাগে। প্রথমে একতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন বিল্ডিংয়ের অন্যতলাতে ও ছড়িয়ে পরে। ওই বিল্ডিংয়ের নিচের তলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। বাকি বিল্ডিংটিতে বেশ কয়েকটি পরিবারের বসবাস। তবে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এলাকাটি ঘনবসতি পূর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরে পাশের বিল্ডিংয়ের ছাদে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরই ওই বিল্ডিংয়ে থাকা সকলেই ছাদে চলে যান। সেখান থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রী পুন্নম প্রভাকরের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সবরকমের সহযোগিতার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামণা করা হয়েছে। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।