
হাফিজ সহ ৩ জঙ্গিকে ফেরত চেয়ে ইজরায়েলের বুকে বড়বার্তা ভারতের
এখনও শেষ হয়নি অপারেশন সিঁদুর। ৩ কুখ্যাত জঙ্গিকে হস্তান্তর করতে হবে পাকিস্তানকে। সোমবার (১৯ মে) ইজরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, ভারত বদলা নেবে। সন্ত্রাসবাদীদের ক্ষমা নেই। রেয়াত করা হবে না জঙ্গিদের মদতদাতাদেরও। তিনি সাফ জানান, অপারেশন সিঁদুর এখন ও শেষ হয়নি। লস্কর -ই- তইবার প্রধান হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি এবং মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত সাজিদ মিরের মতো কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভারতের হাতে তুলে দিতে হবে। এক ইজরায়েলি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে সিং বলেন,.”পহেলগাঁওয়ে ধর্ম দেখে ২৬ জন নিরীহ মানুষকে খুন করেছে সন্ত্রাসবাদীরা। তারপরই ভারত জেহাদি ঘাঁটিগুলোতে হামলা চালায়। আমাদের নিশানা পাকিস্তান ছিল না। কিন্তু তারা পাল্টা হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে ইসলামাবাদই জঙ্গিদের পালন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে।”