রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

হাটহাজারী থেকে ১৪ মামলার আসামি গ্রেপ্তার

হাটহাজারী থেকে ১৪ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ডাকাতি, অস্ত্র এবং হত্যা চেষ্টাসহ ১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ডাকাত সর্দার ফরিদুল আলম ওরফে ফরিদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার (৬ জুলাই) হাটহাজারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরিদ কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী এলাকার নুরুল হুদার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, ডাকাতি অস্ত্র এবং হত্যার চেষ্টাসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফরিদকে বৃহস্পতিবার হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn