শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হাটহাজারী গুমান মর্দ্দনে হারুন ভান্ডারের বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

১৯ মে ২০২৩খ্রি. পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ দরগাহ মাঠে ধর্মীয় ভা গামভীর্যে অনুষ্ঠিত হয়। এতে সকালে রওজা শরীফ গোসল, খতমে কোরআন, মিলা মাহফিল এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ওরশ শরীফ মীর মহিউদ্দিন হারুণ শাহ এর স্বীয় ভ্রাতা মীর মো. কামাল উদ্দিন মোতোয়াল্লী উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা নুর খালেক, মৌলানা তৌহিদ হোসেন, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম, দিদারুল আলম, আশিকুর রহমান, মোরশেদুল আলম, মীর আল আমিন রনি। এছাড়াও ভক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিআইপি আলমগীর জামান, নুরুল আজম চৌধুরী, মঈনুদ্দিন (ওসি তদন্ত), শাখাওয়াত হোসেন সি.নির্বাচনী কর্মকর্তা, জসিম উদ্দিন জিকু, সাংবাদিক সমীর কান্তি দাশ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn