
১৪ এপ্রিল হাটহাজারী উপজেলার পূর্ব গুমানমর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিলসহ আগামী ১৯ মে হারুন শাহ (র.)-এর ওরশ শরীফ উদ্যাপনের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হারুন ভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব মীর কামাল উদ্দিন, মাজার ও ওরশ এন্তেজামিয়া কমিটির সভাপতি মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিনউল ইসলাম, সাবেক সভাপতি ও সেক্রেটারী মোরশেদুল আলম, মফিজুর রহমান, মীর আল আমিন রনি। আলোচনায় বক্তারা ওরশ প্রস্তুতিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন হারুন ভা-ার দরবার শরীফের অন্যতম উপদেষ্টা জসিম উদ্দিন জিকু, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার, কৃষ্ণ বৈদ্য, রুবেল শীলসহ এলাকার ভা-ার আশেকানে ভক্তবৃন্দ। মিলাদ ও মোনাজত পরিচালনা করেন মৌলানা নুর খালেক ও মৌলানা তৌহিদুল আলম।