
গত ১৪ জুলাই শুক্রবার বিকাল চারটায় হাটহাজারী বাস স্টেশন সংলগ্ন হোটেল আল জামান তৃতীয় তলায় ইসলামী ছাত্র সেনা হাটহাজারী উপজেলা পশ্চিম পরিষদের কাউন্সিল অধিবেশন ছাত্র নেতা মুহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ছাত্র নেতা মুহাম্মদ আনোয়ার হোসেন রানার পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ। উদ্বোধক ছিলেন ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাওলানা সৈয়দ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আলী ফারুক চৌধুরী, মাওলানা আব্দুল মালেক আশরাফী, আলহাজ্ব রফিকুল ইসলাম, মুহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, যুবনেতা কাজী আহছানুল আলম,মুহাম্মদ হোসাইন,মুহাম্মদ ফরিদুল হক, প্রধান বক্তা ছিলেন ছাত্র নেতা মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরী, বিশেষ বক্তা ছিলেন ছাত্র নেতা ইন্জিনিয়ার রাসেল, নির্বাচন কমিশন ছিলেন ছাত্র নেতা মুহাম্মদ আলমগীর মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী আসাদুজ্জামান।