রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে পাহাড় কাটার অভিযোগে ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা

 

হাটহাজারীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এমবিসি নামে এক ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ইটভাটার মালিকের নাম মো. হেলাল উদ্দীন। তিনি উপজেলার মির্জাপুরের মুরাদপুর চারিয়া এলাকার হাজী শহর মিয়ার ছেলে।

 

বুধবার (১০ মে) রাতে মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম এ জরিমানা আদায় করেন।

 

ইউএনও শাহিদুল আলম জানান, স্থানীয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পাহাড় কাটার স্থানটি পরিদর্শন করে দেখা যায় ইটভাটা কোম্পানি এমবিসির নিকটবর্তী একটি পাহাড় থেকে মাটি কেটে স্তূপ করে রেখেছে। পাহাড় কাটার ঘটনা আড়াল করতে কাটা অংশে কালো রঙ মেরে দেয়া হয় এবং গাছের চারা রোপণ করা হয়। অভিযুক্ত ইটভাটার মালিক মো. হেলাল উদ্দিন অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায়, বিশেষ করে পাহাড় রক্ষায় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন, হাটহাজারী এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn