সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

হাটহাজারীতে অগুনে পুড়েছে ৫ বসতঘর, ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

হাটহাজারীতে অগুন লেগে ৫ বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৯ আগস্ট ) উপজেলা পশ্চিম মেখল ফকিরহাটস্থ মরহুম নওয়ামিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ওই এলাকার আবুল হোসেন,মো: নাজিম, মোছা:রাবেয়া খাতুন,মো: আজিম সাখাওয়াত হোসেন এর পুড়ে ছাই হয়ে যায়।প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে গ্যাসের চুলা থেকে এ অগুনের সুত্রপাত হয়।

প্রত্যাক্ষদর্শী ইয়াছিন জানান, রাতে হাঠাৎ করে আগুন আগুন করে মানুষ চিৎকার করছে। সকলে যার যার অবস্থান থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

হাটহাজারী উপজেলা ফায়ারসার্ভিস কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান বলেন, খবর পেয়ে আমর টিম ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn