রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

হাক্বানিয়া মানব সেবার উদ্দগ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দুঃস্থ অসহায়দের খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা

হাক্বানিয়া মানব সেবার উদ্দগ্যে ইফতার সামগ্রী বিতরণ ও দুঃস্থ অসহায়দের খাদ্য সামগ্রী সহ আর্থিক সহায়তা

 

জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামের হাক্বানিয়া মানব সেবার কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গের সহযোগিতায় পদ্মহাট গ্ৰামে পবিত্র রমজান মাস উপলক্ষে ৫০০জনের অধিক দুঃস্থ , অসহায় ব্যাক্তিদের রমজান মাসের ইফতার সামগ্রী (ছোলা,চিনি,মুড়ি,খাজুর, তরমুজ, ইত্যাদি )বিতরণ ও দুঃস্থ অসহায় এতিম ব্যাক্তিদের খাদ্যসামগ্রী (চাল,ডাল,তেল,আদা,রৌসন, পিঁয়াজ,আলু,লবন, ইত্যাদি)সহ আর্থিক সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটি মানবতাবাদী সমাজ সেবী জন সাধারণের সহযোগিতায়ই পরিচালিত হয়। কোন এন জিও বা ট্রাস্টের কোন সহযোগিতা মাধ্যমে পরিচালিত হয়না ।
মুফতি আমিন উদ্দিন সাহেব এই মহতী অনুষ্টানে উপস্থিত হয়ে বলেন নেকির কাজে সহযোগিতা করো কিন্তু গুনার কাজে কেউ সহযোগিতা করোনা । তিনি এই রমজান মাসের রোজাদারের ইফতার করানোর নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন ধনী হোক , গরীব দরিদ্র হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক,নারী হোক, পুরুষ হোক, কোন রোজাদারকে যদি সামান্য পরিমাণ পানি দিয়ে কেউ যদি ইফতারী করায় আল্লাহ রাব্বুল আলামীন কিয়ামতের দিন তাকে হাউসের কাওসারের পানি পান করাবেন। কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া অবধি তাহার পানির পিপাসা লাগবেনা। তিনি আরো বলেন যদি কেউ দশ জন ইমানদার কে কেউ যদি একলাসের সঙ্গে ইফতার করায় ,এই পৃথিবীতে মানব দানব যতদিন যাবত বসবাস করছেন তারা যে সমস্ত নেকির কাজ করেছেন ঐ পরিমাণ নেকির ঐ ব্যাক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমল নামায় লিখে দেবেন শুধু তাই নয় ঐ পরিমাণ গুনা মাফ করে দিয়ে তাহার আমল নামায় নেকি লিখে দেবেন আল্লাহ রাব্বুল আলামীন। তিনি বলেন কেউ যদি একলাসের সঙ্গে আট জন কে কিছু খাওয়ান তাহলে আল্লাহ রাব্বুল আলামীন তাকে আটটি জান্নাতের দরজা খুলেদেবেন । তিনি কথা বলতে গিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন। তিনি বলেন যে হাতদিয়ে কাউকে দান করা হয় সেই হাত শ্রেষ্ট । বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম সাহেব যে কাজটি করে আসছেন এবং করছেন সেটা ওজুর কাজ।ওজু না হলে নামাজ হবেনা।ততরুপ আমরা আমাদের নিজেদের বিভিন্ন কাজে লিপ্ত থাকি কিন্তু সমাজ সেবিক হাফেজ আবুল কালাম সাহেব তিনি সমাজের বিভিন্ন সামাজিক মূলক সদাসর্বদা দুঃস্থ এতিম অসহায় দরিদ্র পরিবারের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে সর্বদা সামাজিক কাজে লিপ্ত ।সদাসর্বদা নিজের জীবন কে দুঃস্থ এতিম অসহায় দরিদ্র সাহায্যের জন্য নিজের জীবন কে উৎসর্গ করেছেন।
হাক্বানিয়া মানব সেবা কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় মূল্যবোধের চরম অবক্ষয় দৃষ্টি গোচর হচ্ছে। শিক্ষা আছে সাহসের অভাব, যোগ্যতা আছে কর্মের অভাব, প্রাচুর্য আছে সদইচ্ছার অভাব । আমাদের মূল লক্ষ্য ও স্বপ্ন পিছিয়ে পড়া অবহেলিত মানবজাতির মধ্যে সুস্থ সমাজ জাগ্ৰত করা এবং মুমুর্ষ ও অসহায়দের সাহায্য ও সহযোগিতা করা।
মানব সেবা হল মানুষের কল্যাণের জন্য কাজ করা। পৃথিবীতে বৈধ এবং স্বীকৃত সকল কাজই মানব সেবার অন্তর্গত। মানুষ সকলেই আত্মকেন্দ্রিক। মানবতার ধর্ম ইসলাম ।মানবসেবা ইসলামের এটি শাখা । আমারা মানুষ হিসাবে মানুষের কর্তব্য মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আল্লাহর প্রেরিত নবী ও রাসূল এবং আউলিয়ারা তারা ইসলাম প্রচারে জন্য দেশ বিদেশে গিয়েছিলেন তারা সবাই মানবতার সেবায় নিয়োজিত ছিলেন । মানুষের সেবা করা ,দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি উত্তম ইবাদত।যুগে যুগে ইসলামী মনীষী গন মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। মানব সেবায় ইসলাম এত উৎসাহ দিয়েছে যে রাস্তা ও চলা চলার পথ হতে সামান্য পাথর সরিয়ে ফেলার জন্য রয়েছে সাওয়াব। দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিদান সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম বলেছেন কেউ হালাল উপার্জন থেকে দান করলে আল্লাহ নিজে সেই দান গ্ৰহন করেন।ইসলাম মানবিক কারণে সামান্য পরিমাণ সহায়তা কেও খাটো করে দেখেনা। সেজন্য অতি নগণ্য পরিমাণ দান কেও উৎসাহিত করা হয়েছে। মানব সেবা মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করাই ছিল মানবতার নবির জীবনের মহান ব্রত । ইসলাম ও ইসলামের নবি এভাবেই মানবসেবাকে গুরুত্ব প্রদান করেছেন। একজন মুসলমান হিসেবে মানবকল্যাণ মূলক কাজে জড়িত থাকা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা ঈমানি দায়িত্ব।
বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম সাহেব এই রকম মহৎ কাজের জন্য সকল দীনদরদী মানুষের কাছে স্বেচ্ছায় সাহায্যের এগিয়ে আসার সহযোগিতায় করার জন্য আহ্বান জানালেন ।
ইসলাম ধর্মের অনুসারী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উম্মত হিসাবে আমাদের সবার উচিত সাধ্য সামর্থ্য অনুযায়ী মানব সেবায় নিয়োজিত হওয়া আল্লাহ আমাদের সবাইকে মানব সেবামূলক কাজের বেশি বেশি অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামের নির্দেশ পালন করার এবং দুঃস্থ অসহায়দের পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করার তৌফিক দান করুন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবিক এবং হাক্বানিয়া মানব সেবার কর্ণধার হাফেজ আবুল কালাম মন্ডল সাহেব ,মুফতি আমিন উদ্দিন সাহেব, হাফেজ তৈয়েবুর রহমান সাহেব , ডাঃ রফিক সাহেব,আসরাফ মোল্লা সহ বিশিষ্ট বিশিষ্ট ওলামা ব্যাক্তিবর্গ। হাফেজ তৈয়েবুর রহমান সাহেব দোওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn