বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত

হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত

হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে গতকাল ১১ মে ২০২৫ রবিবার ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বিহার প্রাঙ্গনে অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলাসহ কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধস্নান, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বুদ্ধপূজা ও অন্যান্য ধর্মীয় কর্মসম্পাদন, আলোচনা সভা, বিহারের ভুমিদাতা ও সাবেক সভাপতি এবং সম্পাদকগণকে সম্মাননা প্রদান, ধর্মীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক সঞ্জীব কুমার বড়ুয়া, সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ মরমী গবেষক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, দেবপ্রীয় বড়ুয়া, নেপাল (অঃ) শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা অনুজ কুমার বড়ুয়া (অঃ) প্রধান শিক্ষক, মিসেস নিলীমা বড়ুয়া, পান্নালাল বড়ুয়া, অধ্যাপক ইন্দ্রজীৎ বড়ুয়া, অধ্যাপক সত্যজীৎ বড়ুয়া, সুমিত বড়ুয়া, রুপক বড়ুয়া, অথনু বড়ুয়া।সঞ্চালনায় সাধারণ সম্পাদক রনবীর বড়ুয়া লিংকন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn