
বিশ^ অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) কেবলা করুণা ধন্য মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য খাদেমে দরবারে গাউসুল আযম মাইজভা-ারী হযরত সৈয়দ হাফেজ মোহাম্মদ আবুল কাসেম মাইজভা-ারী (রহঃ) প্রকাশ হাফেজ সাহেব এর ১ম বেছাল বার্ষিকী ওরশ শরীফ আগামী ১৯শে বৈশাখ, ২রা মে, ২০২৩ইং, রোজ মঙ্গলবার ভুজপুর হারুয়ালছড়ি ফকিরপাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১ম অধিবেশন সকাল বেলা- খতমে কোরআন, তাওয়াল্লাদে গাউসিয়া শরীফ, ফ্রি চিকিৎসাক্যাম্প, ফ্রি খতনাক্যাম্প, ফ্রি নাক ও কর্ণ ছেদনক্যাম্প, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ত্রান বিতরণ। ২য় অধিবেশন বিকাল বেলা- আলোচনা সভা, জিকিরে সেমা মাহফিল, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত, তাবারুক বিতরণ। উক্ত অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ওরশ শরীফ এন্তেজামিয়া কমিটি কর্মকর্তা বৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে- আশেকানে গাউসিয়া হক ভা-ারী বিবিরহাট শাখা প্রমুখ।