
হাটহাজারী মির্জাপুর দরবার শরীফের সজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ মছিউল করিম মির্জাপুরী (রা.) নক্শাসহ রওজা শরীফ নির্মাণের প্রস্তুতি সভা ও মাসিক ফাতেহা শরীফ মির্জাপুর দরবার শরীফ মছিহ্ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ শাহাদাৎ হুসাইন মির্জাপুরী (ম.জি.আ.) এর সভাপতিত্বে বাদে মাগরিব খতমে কোরান, তাওল্লাদে গাউসিয়া শরীফের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন মো. আবুল কালাম, মো. নজরুল ইসলাম, সৈয়দ ওমর ফারুক, মো. রাব্বান, মো. আবুল বাশার, মিয়া কোং, ইলিয়াছ, মেম্বার, মনিরুল ইসলাম (মুন্না), মো. বাছা সওদাগর, মো. মহিউদ্দিন, মো. আলী নেওয়াজ, মো. হারুন, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সুমন কুমার দাশ প্রমূখ।
Post Views: ৮৮