রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হযরত মছিউল করিম মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে শহর কুতুব হযরত আমানত শাহ (র.) ওরশ শরীফ অনুষ্ঠিত

হযরত মছিউল করিম মির্জাপুরী খানকাহ শরীফের উদ্যোগে ১৬নং শাহআমানত মাজার লেইন খানকাহ শরীফে শহর কুতুব হযরত আমানত শাহ (র.) বার্ষিক ওরশ শরীফ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মশিউল করিম মির্জাপুরী খানকা শরীফের একমাত্র শাহাজাদা ছৈয়দ শাহাদাৎ হুসাইন মির্জাপুরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, মোহাম্মদ আবদুল মান্নান, চট্টগ্রাম জেলা পরিষদ হাটহাজারীর সদস্য মোহাম্মদ দুলাল আবরাহা, মাইজভাÐারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মাখসুদুর রহমান দুলাল, মোহাম্মদ রাসু, সংগঠনের সভাপতি মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম জাবেদ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি গোপালঘাটা শাখার উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ ইলিয়াছ বাহার চৌধুরী টিটু, মোহাম্মদ আকরাম খান, শ্রী সুমন কুমার দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, সজিব আচার্য, ধীমান দাশ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn